আসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন
আজকে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো, যেখানে কিভাবে এনআইডি দিয়ে একটি ভেরিফাই করবেন প্রত্যেকটি প্রসেস আজকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি পুরো পোস্ট আপনারা অনেক মনোযোগ দিয়ে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন।
কারণ অনেকেই এই, ভেরিফিকেশন করতে আপনাদের সমস্যা হয় এবং আপনাদের এনআইডি রিজেক্ট হয়। তাই আশা করি আজকের এই পোস্টটি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করলে সহজেই এই সমস্যাটি সমাধান করতে পারবেন।
তো চলুন বাকি প্রসেস গুলো সম্পন্ন করি
শুরুতেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে redotpay সার্চ দিয়ে redotpay আপনার ফোনে ইন্সটল করে নিবেন।
অ্যাপস টি ওপেন করলে নিজের মতন দেখতে পাবেন।
রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে বাকি প্রসেস গুলো সম্পন্ন করতে হবে।
২. রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সাথে সাথে নিচে দেখানো এমন একটি পেজ আসবে।
এখন প্রথমে আপনি একটি ইমেইল দিবেন অথবা gmail দিবেন,
এরপর শক্ত একটি পাসওয়ার্ড দিবেন। যেটা অবশ্য মনে রাখবেন, কারণ প্রতি ক্ষেত্রেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে লগইন করতে হবে।
৩. এরপর একটি ক্যাপচার ইমেজ আসবে, সেটিকে শুধু বাণীর থেকে টানে নিয়ে, ফাঁকা স্থানে বসিয়ে দিবেন। তাহলে ক্যাপচাটি সম্পন্ন হবে।
৪. এবার ইমেল একটি কোড আসবে , সেটি বসিয়ে ভেলিফাই করে দিবেন।
৭. এখানে ক্লিক করলেই, মোবাইল ভেরিফাই করার জন্য অপশন দিবে। আপনার একটি নাম্বারটি দিয়ে এটি ভেরিফাই করে নেন।
৮. Complete your verification. এ continue তে ক্লিক করুন।
এরপর আমার দেওয়া অপশনটি সিলেক্ট করে কন্টিনিউ করুন
১০. এখন এই অপশনটি ভালোভাবে খেয়াল করুন, এখানে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নাম ,আপনার জন্ম তারিখ দিতে হবে, এবং শেষে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন। আর যদি পাসপোর্ট হয়ে থাকে পাসপোর্ট এর নাম্বারটি দিবেন। অবশ্যই পাসপোর্টে যে নামটি আছে সেই নাম হুবহু দিতে হবে।
১১. সবকিছু দেওয়া হয়ে গেলে এখন identity verification এ ক্লিক করুন।
১২. এখন, আপনি যে মাধ্যমে ভেরিফিকেশনটি করতে চাচ্ছেন সেই মাধ্যমটি সিলেক্ট করুন। যেহেতু আমি এন আইডি দিয়ে ভেরিফিকেশন করব ,সেজন্য এনআইডি সিলেক্ট করছি। আপনি পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্ট সিলেক্ট করবেন।
১৩. এখন অটোমেটিক আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। পিছনের ক্যামেরা দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের সামনে ও পিছনে ছবিটি তুলে সেন্ড করে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন ভোটার আইডি কার্ডের ছবিটি ক্লিয়ার করে তুলতে। তাহলে দ্রুত ভেরিফাই হয়ে যাবে।
সামনের পার্ট ,
পিছনের পার্ট,
এবং একটি সেলফি
সেলফি তোলার জন্য অবশ্যই চেহারাটি কাছে এনে নিবেনা। এবং চোখের পলক ফেললে সেলফিটি নিয়ে নিবে।
আশা করছি খুব দুটোই আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে। এটি ডকুমেন্ট সেন্ড করার সাথে সাথেই আপনাকে একটি নোটিফিকেশন জানিয়ে দিবে যে এটি হতে কত সময় লাগবে। তবে এটি হতে বেশি সময় লাগে না ৫ থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যায়। তবে বিশেষ মুহূর্তে সময় ৩০ থেকে ১ ঘণ্টার মতন লাগতে পারে।
তবে আমার নিয়ম ফলো করলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ভেরিফিকেশনটি নির্ভর করে আপনার ডকুমেন্টের কোয়ালিটির উপর। আপনি যদি স্পষ্ট করে ডকুমেন্ট সেন্ড করেন তাহলে দ্রুত হয়ে যাবে।
কার্ড নেওয়ার উপায় :
প্রথমে ৫ ডলার ডিপোজিট করে নিবেন, ৫ ডলার ডিপোজিট করার জন্য অবশ্যই বাইনার্স একাউন্ট লাগবে। আর যদি আপনার binance না থাকে তাহলে খুলে নিবেন,
কিন্তু যারা আমার রেফার কোড ব্যবহার করে প্রথম টাইম কার্ড নিতে চাচ্ছেন। তারা আমাকে টেলিগ্রাম এ মেসেজ করবেন টেলিগ্রাম লিংক post শেষে দেওয়া হবে। অবশ্যই আমার রেফার করতে ব্যবহার ব্যবহার করে একাউন্ট করতে হবে তাহলে আমি ডলার দিতে পারব ৬০০ টাকায় ৫ ডলার।
এরপর লিমিট অফার থেকে কার্ড টি কম রেটে নিতে পারবেন।
এর জন্য প্রথমে লিমিট অফারে ক্লিক করুন।
এখন আপনাকে এই সময়ের জন্য অপেক্ষা করতে হবে।
উপরে দেখুন সময় দেওয়া হয়েছে, এটি বাংলাদেশ সময় হবে
বিকাল চারটা
রাত আটটা
ও রাত বারোটা।
এই তিন সময় প্রতিদিন কার্ড ক্লেম করে নিবেন । ক্লেম করে নিয়ে buy now ও ক্লিক করলেই কার্ডটি নেওয়া হবে
।
আশা করছি আপনারা অতি সহজেই কার্ডটি নিতে পারবেন এবং আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তাহলে আজকের পোস্টটি পর্যন্তই।