কিভাবে ইউটিউব প্রিমিয়াম ট্রায়াল নিবেন খুব সহজেই ! [BIN Method]

আসসালামু আলাইকুম !

আজকের নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব প্রিমিয়াম ফ্যামিলি, কিভাবে আপনারা একমাসের ট্রায়াল নিবেন ইউটিউব প্রিমিয়ামে । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

অবশ্যই আপনারা নতুন জিমেইল ইউজ করবেন আগের বানানো জিমেইল ইউজ করা থেকে বিরত থাকুন

সবার প্রথমে আপনারা অবশ্যই আলজেরিয়ান আইপি আছে এরকম একটি ভিপিএন বাছাই করে আলজেরিয়ান আইপি কানেক্ট করে নিবেন। 

 

 

তারপর আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব মিউজিক এ : music.youtube.com

 

এখান থেকেও ক্লিক করতে পারেন “1 month Free”  তে অথবা আপনারা চাইলে মেনু থেকেও “Get Music Premium” করলেও হবে ।

 

এখান থেকে Try one month for DJD 0 তে ক্লিক করবেন

 

এখান থেকে আপনার মন মত প্ল্যান সিলেক্ট করে কনফার্মে ক্লিক করুন।

 

আমার মার্ক করা জায়গায় ক্লিক করুন এবং নিচের দেওয়া বিন থেকে কার্ড জেনারেট করে উক্ত কার্ড ডিটেলস গুলো খালি জায়গাগুলোতে বসান।

📍 IP :- Algeria🇩🇿

 

এখানে এড্রেস এর মধ্যে আপনারা যা খুশি তাই লিখতে পারেন কিন্তু পোস্টাল কোড এ অবশ্যই আলজেরিয়ান একটি পোস্টাল কোড দিবেন যেমন 30000 ।

 

তারপর সেভ কার্ড এ ক্লিক করুন।

 

দেখুন কার এড হয়ে গিয়েছে এখন buy তে ক্লিক করুন

 

এখানে আবার সিকিউরিটি কোড চাইলে আপনারা জেনারেটেড কার্ড যখন বসিয়েছিলেন তখন যেই সিভিভি বা সিকিউরিটি কোড টা দিয়েছিলেন সেটা এখানে আবার দিবেন।

তারপর ভেরিফাই।

 

আমাদের ইউটিউব মিউজিক প্রিমিয়াম নেওয়া শেষ এখন আমরা জাস্ট এটাকে আপগ্রেড করে ইউটিউব প্রিমিয়াম ফ্যামিলিতে কনভার্ট করব।

 

এখন চলে যান ইউটিউব ডট কম এ ।

 

মেনুতে গিয়ে ম্যানেজ প্ল্যানে ক্লিক করুন।

 

GET Family Plan এ ক্লিক করুন ।

 

এখান থেকে আপগ্রেডে ক্লিক করুন।

 

কাজ শেষ, দেখুন আপনার ইউটিউব প্রিমিয়ার নেওয়া হয়ে গিয়েছে ।

Leave a Reply