কিভাবে মোবাইলের IMEI নম্বর চেক করে Fresh মোবাইল সনাক্ত করবেন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। Trickus এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইলের IMEI No Check করবেন।

 IMEI Number Check করব কেনো ?

আইএমইআই(IMEI) এর পূর্নরূপ হলো International Mobile Equipment Identity। পুরাতন ফোনে মামলা বা জিডি আছে কিনা সেইটা দেখার জন্য আমাদের IMEI Number টা আমাদের লাগবে।

Dial এর মধ্যে IMEI নম্বর পদ্ধতি

1. Dial Code ব্যবহার করে IMEI বের করতে পারেন।

2. IMEI No টা আমরা Phone Dialer – এ গিয়ে *#06# লিখলে পেয়ে যাবো।

*#06#

3. Dial করার পর এরকম ইন্টারফেস আসবে ।

IMEI CHECK

 অথবা ,

Settings থেকে IMEI Number পেতে পারেন

1. প্রথমে চলে যাবেন ফোন এর Setting এ ।

Setting

2. তারপর চলে যাবেন About Phone অপশন এ ।

About Phone

3.  তার পর সেখানে দেখতে পারবেন আপনার কাঙ্খিত IMEI NUMBER টি ।

 

 

IMEI Check ওয়েবসাইট ব্যবহার

IMEI চেক করার জন্য একটি নির্ভরযোগ্য ওয়েবসাইটে যেতে হবে। একটি Browser ওপেন করে IMEI Info লিখে সার্চ করুন। একটি IMEI CHECK করার টুল ওয়েবসাইট পাবেন।

IMEI Info Website

IMEI দিয়ে ফোন এর মডেল এবং তথ্য যাচাই

IMEI Info ওয়েবসাইটে IMEI নম্বর পেস্ট করুন এবং “Check IMEI” এ ক্লিক করুন। এরপর ডিটেইলস স্ক্রিনে দেখাবে।

IMEI Number Input

Lost/Stolen স্ট্যাটাস চেক করুন

নিচে স্ক্রোল করে “Lost Device Check” অপশনে ক্লিক করুন। যদি “Device is Clean” থাকে, তবে ফোনে কোনো মামলা বা জিডি নেই।

Device Status

সতর্কবার্তা:
  • IMEI নম্বর কখনো কারো সাথে শেয়ার করবেন না।
  • Second Hand কেনার আগে অবশ্যই IMEI চেক করুন।
  • যদি “Reported” স্ট্যাটাস দেখায়, তবে ফোনটি কেনা থেকে বিরত থাকুন।

আরো পড়ুন : ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা: উৎসব, সংস্কৃতি ও সাধারণ ছুটি

শেষ কথা

আশা করছি, এই টিউটোরিয়ালটি আপনার জন্য উপকারী হয়েছে। আপনার ফোন সুরক্ষিত রাখতে IMEI নম্বর চেক করা অত্যন্ত জরুরি। ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না।

Visit: ToolExprole

যতবার দেখা হয়েছে 11
Avatar photo

Juwel Rana

Articles: 5
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments