শুধুমাত্র এক ক্লিকে ভিডিওতে কথা বলার সাথে সাথে subtitle add করুন কোনরকম ঝামেলা ছাড়াই

আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। আর প্রথমেই আমি কিছু বলতে চাই। সেটি হচ্ছে আমি trickus.com এ কখনো কোনো পোস্ট করিনি। এটাই আমার প্রথম পোস্ট তাই দয়া করে আমার পোস্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। তো চলুন শুরু করা যাক –

আপনারা হয়তো ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকে অনেক ভিডিও দেখেছেন যে কথা বলার সাথে সাথে subtitle লেখা বের হয়। বাস্তবে সেটি ভিডিও ইডিটর দিয়ে করতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে।

কিন্তু আজকে আমি এমন একটা ওয়েবসাইট দেখাবো যেখানে আপনি আপনার ভিডিওকে আপলোড করে দিলে অটোমেটিক ভিডিওটিতে subtitle add হয়ে যাবে। যার ফলে আপনার ভিডিও কে আরো প্রিমিয়াম লাগবে।

তো প্রথমেই আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইট লিংক Kapwing

  • তো প্রথমে আপনারা একটা একাউন্ট খুলে নিবেন। তারপর create new এ ক্লিক করবেন ।
  • Kapwing তারপর press to upload এ ক্লিক করবেন ।
  • তারপর media picker এ ক্লিক করবেন ।

তারপর আপনি যে ফাইলটি আপলোড করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন যে ভিডিও আপলোড হইতেছে ।

ভিডিও আপলোড শেষ হওয়ার পর আপনারা এইরকম দেখতে পারবেন। তারপর auto subtitles a ক্লিক করবেন ।

Auto subtitles

তারপর আপনার নিচে দেখানো ছবিটির মত দুই জায়গায় বাংলা সিলেক্ট করে দিবেন। যদি হিন্দি ভাষার ভিডিও হয় তাহলে হিন্দি সিলেক্ট করবেন। আমার যেহেতু হিন্দি ভাষার ভিডিও তাই আমি হিন্দি সিলেক্ট করছি।

Auto subtitles

তো ভাষা সিলেট করার পর auto subtitle এ  ক্লিক করলে subtitle generate করা শুরু হয়ে যাবে। তারপর দেখতে পাবেন যে নিচে দেখানো ছবিটির মত আপনার ভিডিওর কথাগুলো text আকারে দেখাচ্ছে। আপনি চাইলে এখানে text এর উপর ক্লিক করে কোন text এর বানান যদি ভুল হয় তাহলে ঠিক করে দিতে পারেন।

Auto subtitles

তারপর আপনারা export অপশনে ক্লিক করে mp4 এবং 720p সিলেক্ট করে export করে নিবেন।

Export হতে দুই এক মিনিট সময় নিবে তারপর export শেষ হয়ে যাবে। তারপর download  অপশনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিবেন।

এখন আপনারা ভিডিও প্লে করলে দেখতে পারবেন যে আপনার ভিডিওতে subtitle show করতেছে। কিন্তু আপনারা ভিডিওতে একটি ওয়াটার মার্ক দেখতে পারবেন।আপনারা চাইলে ভিডিওটি crop করে সেই ওয়াটার মার্কটি সরিয়ে ফেলতে পারবেন। যেকোনো ফ্রী ভিডিও এডিটর দিয়ে ।

তো আজকে এই পর্যন্তই । আপনাদেরকে যেন আল্লাহ তায়ালা ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ।

যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। Facebook link

যতবার দেখা হয়েছে 18
Avatar photo

liad hasan.likhon

Articles: 1
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments