Notifications
Mark all as readPlease log in to view notifications
প্রিয় বন্ধুরা আপনারা কি মেসেঞ্জারে সিন না করে মেসেজ পড়ার উপায় জানতে চাচ্ছেন। তাহলে একদম সঠিক আর্টিকেলটিতে এসেছেন। কারণ আজকে পুরো আর্টিকেলে মেসেঞ্জারে সিন না করে মেসেজ করার উপায় ও মেসেঞ্জার ওপেন হচ্ছে না কেন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন তাহলেই সকল কিছু বিস্তারিত তথ্য গুলো জানতে পারবেন। মেসেঞ্জারের বিভিন্ন সমস্যার ২য় পার্ট নিয়ে আমরা আর্টিকেলটিতে হাজির হয়েছি। যেখানে আলোচনা করা হবে মেসেঞ্জার ওপেন হচ্ছে না কেন, মেসেঞ্জার চালু হচ্ছে না কেন ,মেসেঞ্জারের মাধ্যমে ইউজারনেম পরিবর্তন করার পদ্ধতি,মেসেঞ্জারে মেসেজ আসলে শব্দ হয় না কেন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে।
মেসেঞ্জারে সিন না করে মেসেজ পড়ার উপায়
প্রিয় বন্ধুরা আপনারা কি মেসেঞ্জারে সিন না করে মেসেজ করতে চান তাহলে এর কিছু উপায় রয়েছে যা আমার এখন আলোচনা করব। আপনি যদি মেসেঞ্জারে মেসেজ সিন না করে মেসেজটি পড়তে চান তাহলে আপনাকে প্রথমেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশন থাকতে হবে এবং আইডিটি লগইন করা থাকা লাগবে।
এরপর আপনি যার মেসেজ সিন না করে মেসেজটি পড়তে চান সে আইডিটিতে আপনাকে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর আপনার সামনে নিম্নে উল্লেখিত ছবির মত বিভিন্ন ধরনের অপশন শো করবে। এর মধ্যে থেকে আপনাকে রেস্ট্রিক(restrict) অপশনটিতে ক্লিক করতে হবে।
উক্ত অপশনটিতে ক্লিক করার পর আপনাকে মেসেঞ্জারে সেটিংস আইকনে পুনরায় আগের মত ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন গুলো শো করবে এর মধ্যে থেকে প্রাইভেসি অপশনটিতে ক্লিক করবেন।
এরপর অপশনটিতে ক্লিক করার পর বিভিন্ন ধরনের আরো অপশন আপনার সামনে শো করবে এর মধ্যে থেকে আপনাকে Restrict accounts অপশনটি খুজে বের করে তার ওপর ক্লিক করতে হবে।
উক্ত অপশনটিতে ক্লিক করার পর আপনি যে একাউন্টটি সিন না করে মেসেজ দেখতে চান সেই অ্যাকাউন্টটি ওইখানে পেয়ে যাবেন এবং তার উপর ক্লিক করে আপনি মেসেজ দেখতে পারবেন এবং সামনের জন বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ অলরেডি দেখে ফেলেছেন।
ছবি দেখতে পাচ্ছেন মেসেজ সিন না করে মেসেজ দেখতে পাচ্ছি। এখানে বাম পাশে আইডিটি মেসেজ করেছে কিন্তু সিন দেখাচ্ছেনা। কিন্তু আপনি অলরেডি মেসেজ দেখে ফেলেছেন। এখন আপনি যদি মেসেজ সিন দেখাতে চান তাহলে আপনাকে অবশ্যই নিচে থাকা Unrestict অপশনটিতে ক্লিক করে মেসেজ দেখতে হবে।
মেসেঞ্জার ওপেন হচ্ছে না কেন
মেসেঞ্জার চালু হচ্ছে না কেন
আপনার মেসেঞ্জার চালু হচ্ছে না তাহলে চিন্তার কোন কারণ নেই। সামান্য একটু সমস্যার কারণে আপনার মেসেঞ্জারটি চালু নাও হতে পারে। চালু না হওয়ার কারণ অনেক সময় আমরা নিজেই করে থাকি। আপনি যদি সর্বপ্রথম আপনার মোবাইলে মেসেঞ্জারে ইনস্টল করে থাকেন তাহলে আপনাকে মেসেঞ্জারে প্রবেশ করার জন্য কিছু পারমিশন দিতে হয় ,আপনি যদি উক্ত পারমিশন গুলো না দিয়ে থাকেন তখন মেসেঞ্জার চালু হতে চায় না।
আরো পড়ুনঃ মেসেঞ্জারে মেসেজ যায় না কেন
আবার অনেক সময় মেসেঞ্জার দীর্ঘসময় ব্যবহার করার ফলে মোবাইল ফোনে স্টোরেজে মেসেঞ্জার এর ক্যাশ ফাইল জমা হয় যার কারণে চালু হয় না। আপনাকে উক্ত ক্যাশ ফাইলগুলো ডিলিট করতে হবে। আবার মেসেঞ্জারে অফিশিয়ালি ভাবে অনেক সময় চালু হয় না, যা আপনাকে মেসেঞ্জার কোম্পানি জানিয়ে দেবে। এছাড়া মোবাইল ফোনে সঠিক কানেকশন না থাকলে চালু হয় না।
মোবাইল ফোন ধীরগতি সম্পন্ন হলে এটি হয়ে থাকে। মেসেঞ্জার চালু করার জন্য আপনি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি সেটিংস অপশন থেকে ক্লিয়ার ডাটা করবেন। আবার অনেক সময় থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মেসেজের অ্যাপ্লিকেশন ইন্সটল করলে তা ওপেন অথবা চালু হতে চায় না। এর জন্য সব সময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন।
মেসেঞ্জারের মাধ্যমে ইউজারনেম পরিবর্তন করার পদ্ধতি
ফেসবুক মেসেঞ্জারে আপনার ইউজারনেম পরিবর্তন করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন।
আপনার মোবাইল ডিভাইসে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি খুলুন।মেসেঞ্জারে প্রবেশ করার পর ড্রোপডাউন মেনু থেকে সেটিংস (Settings) বা সেটিংস এবং প্রাইভেসি (Privacy) বা একইরকম অপশনটি সার্চ করুন।সেটিংস এবং প্রাইভেসি অথবা সেটিংসে একইরকম অপশন থাকতে পারে।
এখানে আপনি “আকাউন্ট সিকিউরিটি” (Account Security) অথবা “প্রোফাইল” (Profile) অপশনগুলি দেখতে পাবেন।”ইউজারনেম” অথবা “ইউজার আইডি” সম্পর্কিত কোনও অপশন থাকবে। এখানে আপনি ইউজারনেম পরিবর্তন করতে একটি অপশন পাবেন।
ইউজারনেম পরিবর্তন করতে ক্লিক বা ট্যাপ করুন এবং আপনি চাইলে নতুন ইউজারনেম সিলেক্ট করতে পারেন। এখানে আপনি একটি ইউজারনেম লিখতে পারবেন যা পূর্বে যত্নসাথে ব্যবহার করতে পারেননি।
আপনি নতুন ইউজারনেম প্রদান করার পরে, সেভ বা অ্যাপ্লাই অথবা সেভ করার জন্য একটি অপশন পাবেন। এটি সেভ করলে আপনার ইউজারনেম সফলভাবে পরিবর্তন হবে।
মেসেঞ্জারে মেসেজ আসলে যদি শব্দ হয়না তার কিছু সম্ভাব্য কারণ হতে পারে এবং এই সমস্যার সমাধানের জন্য কিছু স্টেপ নিতে পারেন।আপনার ডিভাইসে সঠিকভাবে ইন্টারনেট কানেকশন আছে কিনা তা নিশ্চিত করুন। ধীরগতি কানেকশন এবং ইন্টারনেট সংযোগ আছে কিনা তা চেক করুন। মেসেঞ্জারে নতুন আপডেট ভার্সন ইন্সটল আছে কিনা তা চেক করুন, না থাকলে মেসেঞ্জার আপডেট করুন।
আপনার ডিভাইসে স্টোরেজ যদি কমে যায় তাহলে অনেক সময় মেসেঞ্জার ঠিক ভাবে কাজ করে না। যার ফলে মেসেজ আসলে শব্দ হয় না। এর জন্য মোবাইল ফোনের বা আপনার যে ডিভাইসি হোক তার মধ্যে অতিরিক্ত অপ্রয়োজনীয় ফাইলপত্র ক্লিয়ার করুন। তাহলে আশা করছি মেসেজের ভালো মতো কাজ করবে।আর যদি আপনার ফোন কম শক্তিশালী প্রসেসর যুক্ত হয় তাহলে অনেক সময় মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনে সাপোর্ট করে না যার কারণে ভালো মতো কাজ করে না।
তাই মোবাইল ফোন পরিবর্তন করুন। আবার অনেক সময় মেসেঞ্জারে নোটিফিকেশন সাউন্ড অফ করা থাকে যার ফলে মেসেজ আসলে শব্দ হয় না। তাই মেসেঞ্জারে সেটিংস অপশন থেকে নোটিফিকেশন সাউন্ড এ সাউন্ড অপশনটি অন করুন। এছাড়াও মোবাইল ফোনের নিজস্ব সাউন্ড অফ করা থাকলে নোটিফিকেশন সাউন্ড হয় না। তাই মোবাইল ফোনের সাউন্ড বাড়িয়ে রাখুন। যদি তাও ভালো মতো কাজ না করে তাহলে আপনি মেসেঞ্জারে কাস্টমার সাপোর্টে রিপোর্ট করুন যে আপনার এই প্রবলেমটি হচ্ছে।
আর্টিকেলটিতে মেসেঞ্জারে সিন না করে মেসেজ পড়ার উপায় গুলো সঠিকভাবে জানানোর চেষ্টা করেছি। এতক্ষণে আর্টিকেলটি পরে হয়তো আপনারা সমস্যাটির সমাধান করে ফেলেছেন। আমরা দুইটি আর্টিকেলের মাধ্যমে মেসেঞ্জারে সমস্যা গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। সকলকে ধৈর্য সহকারে পড়ার জন্য অনুরোধ রইল। আর তথ্য প্রযুক্তি ও অনলাইন ইনকাম সম্পর্কে জানতে সাইটে ভিজিট করতে পারেন।
ভাইয়া আশে পাশের লোকজন এর ফেসবুক আইডি কিভাবে বের করব
😮😮